পোস্ট ছাড়াও কোথাও বুঝতে মেসেজ করুন Messenger Telegram Channel!

Spotify Premium ব্যবহার করুন একদম ফ্রিতে।

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 আসসালামু আলাইকুম টেক জনগণ আজকে আরেকটি টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি।


ইন্টারনেট ব্যবহার করে অথচ স্পটিফাইয়ের নাম শুনে নাই, এরকম লোক হয়তো এখন খুঁজেই পাওয়া যাবে না।  তারপরও অনেকে এসে বলতে পারে যে আমি Spotify চিনিনা বা জানিনা।
শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলছি স্পটিফাই হল একটি গান শোনার অর্থাৎ অডিও প্লে করার অ্যাপ।

বাজারে অনেক অ্যাপ থাকলে পরেও স্পটিফাই সাধারণত এর ফিচারগুলোর জন্য অনেক জনপ্রিয়।
কিন্তু কোন কিছুই তো আর ফ্রি নয়, অবশ্যই স্পটিফাইয়ের চমৎকার ফিচারগুলো ব্যবহার করতে টাকা দিয়ে মাসিক বা বাৎসরিক প্লান হিসেবে কিনে নিতে হয়।

তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি Spotify Premium ফিচার ব্যবহার করতে পারবেন তাও একদম বিনামূল্যে।।  তাও আবার কোন মাসিক বা বাৎসরিক প্লান নয়, এটি আপনি অনেকদিন ধরে ব্যবহার করতে পারবেন।

আর এটি কিনতে আপনার কোন কার্ড বা কোন টাকার প্রয়োজন হবে না।  আর প্রকৃতপক্ষে আপনাকে জানায় রাখি এটি আসলে Spotify এর কোন প্ল্যান কিনতে হবে না আমরা এমন একটি ট্যুল ব্যবহার করব যার মাধ্যমে সহজে আপনার সমস্ত প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। তো শুরু করা যাক।

১. প্রথমে আপনার কম্পিউটার যদি আগে থেকেই কোন স্পটিফাই অ্যাপ ইন্সটল করে থাকে সেটা আনইন্সটল করে দিন।  আর এটি জানার জন্য আপনি আপনার কম্পিউটার সেটিং এ যাবেন তারপরে অ্যাপ সেটিং এ যাবেন তার পরে আপনি সার্চ দিয়ে দেখবেন যে Spotify আসলে আছে কিনা। 


২. যদি আপনার কম্পিউটার কোন স্পটিফাই অ্যাপ থেকে থাকে সেটি আনইন্সটল করার পরবর্তীতে নিচের লিংকে ক্লিক করে আপনি নতুন স্পটিফাই ইন্সটল করে নিন। কোনোভাবেই আপনার Microsoft Store থেকে ইন্সটল করবেন না। 

Download Spotify from Spotify Web

 


৩. ইনস্টল হওয়ার পরবর্তীতে আপনি আগেই লগইন করবেন না।  এভাবে রেখে দেন পরবর্তীতে কিছু কাজের পর আপনি লগইন করবেন।

৪. এখন নিচের লিংকে ক্লিক করে একটি ওয়েবসাইটে যাবেন যেখানে উইন্ডোজ মেনু থেকে দুইটা কোড থাকবে প্রথমে প্রথম কোড কপি করুন।

Spotify Premium Codes


৫. কপি করার পরবর্তীতে আপনার কম্পিউটারে সার্চ মেনুতে সার্চ দিন উইন্ডোজ পাওয়ার সেল।  নিচের ছবি লক্ষ্য করুন।


৬. উইন্ডোজ পাওয়ার সেল ওপেন করার পরবর্তীতে যে কোডটি কপি করেছিলেন সেটি পেস্ট করে দিন।


৭. তারপরে কিছুক্ষণ অপেক্ষা করুন।  এই কোড রান হওয়ার পরবর্তীতে আপনি আবার আগের ওয়েবসাইটে যাবেন এবং দ্বিতীয় কোড কপি করে নিয়ে এসে আবার একইভাবে পেস্ট করে দিবেন।
ব্যাছ...কাজ প্রায় শেষ!...


৮. এখন আপনার স্পটিফাই আপনি চলে যান এবং লগইন করুন।  অথবা আপনার কোন একাউন্ট না থাকলে সাইন আপ করে নিন।

৯. লগইন করার পরবর্তীতে বাম পাশের মেনু থেকে মার্কেট প্লেস অপশনে ক্লিক করুন। উপরে Explore Premium লেখা দেখে আমাকে গালি দিয়েন না।
আমি শুরুতেই আপনাকে বলেছিলাম এটি কোন প্ল্যান কিনতে হবে না কিন্তু এখানে অনেকগুলো এক্সটেনশন রয়েছেসেই এক্সটেনশন গুলো যদি আপনি এক এক করে ইনস্টল দেন যা সম্পূর্ণ স্পটিফাই প্রিমিয়ামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 


আর এটি শুধুমাত্র উইন্ডোজ এর জন্য নয় আপনার লিনাক্স এবং ম্যাক ও এস এর জন্য ব্যবহার করতে পারবেন তার জন্য উইন্ডোজ মেনু থেকে কোড কপি না করে, একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন অন্যান্য অপারেটিং সিস্টেমের কোড গুলো রয়েছে।

তো আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হবো অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ ✌️
ট্রিক বিডি এর নিয়ম অনুযায়ী,  পোস্টের একদম শেষে নিজের ২/১ টা লিংক শেয়ার করা যায়। তো আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আপনারা বিভিন্ন সাবস্ক্রিপশন সুলভ মূল্যে কিনতে পারবেন এবং অনেক ফ্রী অফার পাবেন।

Join My Telegram Group

আপত্তি না থাকলে জয়েন হতে পারেন।
অসংখ্য ধন্যবাদ এতসময় পোস্ট টি পড়ার জন্য। ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।

Getting Info...

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.