আসসালামু আলাইকুম সবাইকে।
Telekent ওয়েবে আপনাদের স্বাগতম জানাই।
আজকে আমি দেখাবো, ভোটার কার্ডের মেসেজ পাওয়ার পর কিভাবে সেটার অনলাইন কপি ডাউনলোড করতে হয়। তো চলুন শুরু করা যাক।
যদি আমরা নিচের মতো মেসেজ পেয়ে থাকি তবেই কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করা সম্ভব।
আর যদি কেউ উপরের মতো মেসেজ না পেয়ে থাকেন তাহলে আপনি এই পোস্টে উপকারি হিসাবে নাও ধরতে পারেন।
ভোটার কার্ড ডাউনলোড করার জন্য একটি মোবাইল অ্যাপ লাগবে। অ্যাপ-টি আগেই ডাউনলোড করে রাখুন পরবর্তীতে কাজে লাগবে।
★ অ্যাপ- টি হলো NID Wallet
তো install করা শেষে হলে আমরা রেখে পরের ধাপে যাই।
🔹প্রথমেই আমাদের https://nidw.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
🔹তারপরে সেখানে থেকে NID Online Service খুজে তার উপর ক্লিক করতে হবে।
🔹 নির্ধারিত ওয়েবসাইটে যাওয়ার পর রেজিস্টার করুন ঐখানে ক্লিক করতে হবে।
- জাতীয় পরিচয়পত্র নাম্বারঃ (যেটা আপনি মেসেজ এর মাধ্যে পেয়েছেন।)
- আপনার ভোটার হওয়ার সময় উল্লেখিত জন্ম তারিখ ১ম বক্সে দিন, ২য় বক্সে মাস এবং ৩য় বক্সে আপনার জন্মসাল লিখুন।(অবশ্যই ইংরেজীতে অর্থাৎ 1234..এভাবে)| ( ১২৩৪...এইভাবে নয়🚫)
🔹আপনার তথ্য সঠিক হলে নিম্নের ছবির মতো আসবে।
(আর ভুল হলে সেখানে দেখাবে)
যেখানে আমাদের নিজ নিজ বিভাগ,জেলা এবং উপজেলা দিয়ে পূরণ করতে হবে।
(বর্তমান এবং স্থায়ী একই দিলেও হবে)
🔹পরবর্তীতে আপনার ভোটার হওয়ার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন, সেটা দেখাবে এবং সেই নাম্বারে একটা 6 ডিজিট এর কোড যাবে
🔹কোড দেওয়ার পর এখন আমাদের ঐ অ্যাপ কাজে লাগবে। NID wallet.
যখন আপনার সামনে উপরের ছবির মতো আসবে। তখন Tap to Open NID WALLET এ ক্লিক করবেন। তখন আপনার ইন্সটল থাকা NID Wallet অ্যাপ টি চালু হয়ে যাবে এবং আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে।
তারপর আপনার মুখ স্ক্যান করবে, সামনে, ডানে এবং বামের দিকে।
🔹তখন আবার যে ব্রাউজারে ছিলেন সেখানে ফিরে আসবেন। দেখবেন নিজে নিজেই পেজ টা রিলোড হয়ে গেছে এবং সব কিছু ঠিক থাকলে আপনার কার্ড প্রোফাইল দেখাবে।
যেখানে থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ডের PDF ফরমেটে ডাউনলোড করতে পারবেন।
আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে অসুবিধা হলে নিম্নের ভিডিও টি দেখুনঃ
তাও যদি সমস্যা হয়ে, Contact পেজে আপনার সমস্যা জানান। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে সাহায্য করার ইনশাআল্লাহ।
অসংখ্য ধন্যবাদ, এত ধৈর্য্য নিয়ে পড়ার জন্য। ❤️